খাগড়াছড়িতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

খাগড়াছড়িতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

খাগড়াছড়ির মহালছড়িতে কৃত্রিম হ্রদের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।  

সোমবার বিকেলে উপজেলার মনাটেক গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশুর মধ্যে একজন মহালছড়ির মনাটেক গ্রামের কাজল চাকমার মেয়ে রানজুনি চাকমা (৬) ও অন্যজন মৃত সুরেশ চাকমার মেয়ে বৃষ্টি চাকমা।


আরও পড়ুন: ২০৮ জেলা-উপজেলা-ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ চলছে


স্থানীয় লোকজন জানান, বৃষ্টির পানি ধরে রেখে মহালছড়ির মনাটেক বিলে মৎস্য চাষ করতে কৃত্রিম হ্রদ বানানো হয়।

হ্রদের পাড়ে খেলা করার সময় পানিতে পড়ে যায় ওই দুই শিশু। এ সময় তাদের খেলার সঙ্গী তুলনা চাকমা স্বজনদের খবর দেয়। পরে স্থানীয়রা হ্রদের পানি থেকে দু’জনের লাশ উদ্ধার করে।

মহালছড়ি থানার ওসি মো. জাহাঙ্গীর জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

news24bd.tv নাজিম