যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন

ফ্লোরিডাসহ কয়েকটি অঙ্গরাজ্যে আগাম ভোটগ্রহণ শুরু

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে ফ্লোরিডাসহ কয়েকটি অঙ্গরাজ্যে শুরু হয়েছে আগাম ভোটগ্রহণ। যুক্তরাষ্ট্রের নির্বাচনে এ পর্যন্ত রেকর্ড দুই কোটি ৮০ লাখ আগাম ভোট পড়েছে।

ফ্লোরিডায় আগাম ভোট শুরু হয়েছে সোমবার (১৯ অক্টোবর) চলবে ১ নভেম্বর পর্যন্ত। এবারের আগাম ভোটে আগের বছরগুলোর চেয়ে অনেক বেশি মানুষ এরই মধ্যে ভোট দিয়েছে।

 


আরও পড়ুন: নির্বাচনী বিতর্কে ট্রাম্পের হইচই থামাতে মাইক্রোফোন মিউট থাকবে


২০১৬ সালের নির্বাচনে মোট যত ভোট পড়েছিল, এবছর এখন পর্যন্ত তার প্রায় ২০ শতাংশ ভোট পড়েছে। ক্যালিফোর্নিয়া এবং টেক্সাসে ৩০ লাখ করে ভোট পড়েছে। গতকাল স্থানীয় সময় সকাল ৭টায় সবগুলো ভোটকেন্দ্র উন্মুক্ত করে দেওয়া হয়। ভোটগ্রহণ শেষ হয় সন্ধ্যা ৭টায়, মঙ্গলবারও একইভাবে ভোটগ্রহণ করা হবে।

 

এদিকে শেষ সময়ে এসে অন্যান্য গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে জোর প্রচার চালিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট ডনাল্ড , এবং ডেমোক্র্যাটিক দলের প্রার্থী জো বাইডেন।

news24bd.tv নাজিম