ডিজিটাল প্রতারণার ভয়াবহ ফাঁদ, কোটি টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা (ভিডিও)

ফখরুল ইসলাম

ডিজিটাল প্রতারণার ভয়ঙ্কর ফাঁদে প্রতিবছর দেশে সর্বস্ব হারাচ্ছে কমপক্ষে ৫০হাজার মানুষ। চাকরী, ব্যবসা, অপহরণ অর্থলেনদেন সবক্ষেত্রেই ডিজিটাল ফাঁদ প্রতারণায় হাতিয়ে নিচ্ছেন হাজার কোটি টাকা। ফাঁদে পড়ছেন সাধারণ মানুষ থেকে চাকরীজীবী ব্যবসায়ী সরকারী কর্মকর্তাও।  

দেশজুড়ে আইনশৃঙ্খলাবাহিনীর অভিযানে চলতি বছরেই গ্রেফতার হয়েছে ৫ হাজারের বেশি প্রতারক।

এই সময়ে শুধু সিআইডি প্রতারণার মামলা করেছে ১৮শ। বিশ্লেষকরা বলছেন প্রতারণা ঠেকাতে সমাজের ভেতরেই বাড়াতে হবে সচেতনতা।  

অনলাইন ভিত্তিক থ্রিএম কোম্পানীর প্রতারণায় টাকা হারিয়ে এখন পথে বসেছেন নি:স্ব এসব মানুষ। প্রযুক্তির ডিজিটাল ছোঁয়াকে কাজে লাগিয়ে নিত্য নতুন হাজারো প্রতারণার ভয়ঙ্কর ফাঁদ পেতেছে প্রতারকচক্র।

সুকৌশলে হাতিয়ে নিচ্ছেন লাখ থেকে কোটি টাকা। এমন অনেক ব্যাক্তি ফোনে দ্বৈত চরিত্রের প্রতারণা করেছেন ২৩১ জনের সঙ্গে।

news24bd.tv

মানুষ হয়ে অভিনব জীনের বাদশা কন্ঠে প্রতারণা। প্রতারণা চলছে যুবকদের বেকারত্বের সুযোগ নিয়ে। চাকরি দিতে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা।

এছাড়া ফেসবুকে বিদেশী নারী সেজে করেছেন ভয়ঙ্কর প্রতারণা। উপহার পাঠানোর নামে ফাঁদে ফেলে এই আফ্রিকান এক চক্র নেমেছে ভয়ানক প্রতারণায়। এদেরই অর্ধশতাধিককে গ্রেফতারও করেছে সিআইডি।

আইনশঙখলাবাহিনীর অভিযানে এবছরই গ্রেফতার হয়েছে ৫ হাজারের বেশি প্রতারক। আর গত সাত বছরে ৩৬২টি অভিযানে প্রায় সাড়ে ৫ হাজার মামলা হয়েছে।


আরও পড়ুন: রোহিঙ্গাদের ভাসানচরে নিতে প্রস্তুত নৌবাহিনীর জাহাজ (ভিডিও)


ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান খন্দকার ফারজানা রহমান জানান, কিছু অসাধু ব্যক্তি রাজনৈতিক সুবিধা ব্যবহার করে আইনের ফাঁক ফোকরকে এমন অপরাধ করে যাচ্ছে।

টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলছেন, প্রতারণা বন্ধে আইনশৃঙ্খলাবাহিনীর পাশাপাশি থাকতে হবে রাজনৈতিক সদিচ্ছাও। একইসাথে প্রতারণা বন্ধে জনসাধারণকেও আরো বেশি সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের।

news24bd.tv আহমেদ

সম্পর্কিত খবর