ডিসেম্বরে কাউন্সিল করবে গণফোরামের ভেঙ্গে যাওয়া দুই অংশই (ভিডিও)

মারুফা রহমান

ডিসেম্বরে কাউন্সিল করবে গণফোরামের ভেঙ্গে যাওয়া দুই অংশই। ড. কামাল হোসেনকে সভাপতি পদ থেকে বাদ দিয়ে তরুণ নেতৃত্বে আনার সিদ্ধান্ত নিয়েছে মোস্তফা মহসিন মন্টু ও আবু সাইদরা।

আর বহিস্কৃতদের কাউন্সিলের কোন বৈধতা নেই বলছেন ড. কামাল হোসেন নেতৃত্বধীন অংশ। এ অংশের নেতা ড. রেজা কিবরিয়া নিউজ টোয়েন্টিফোরকে বলেন, মন্টুসহ বহিস্কৃতরা নানাভাবে জাতীয় নির্বাচনেও দলকে বিভ্রান্ত করেছে।

গণফোরামের কেন্দ্রীয় কমিটির সভায় দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মোস্তফা মহসিন মন্টু ও আবু সাইয়িদসহ আট জনকে বহিষ্কার করেছে গণফোরামের কামাল হোসেনের নেতৃত্বাধীন অংশ।

এ প্রসঙ্গে মোস্তফা মহসিন মন্টু বলেন, তারা এরইমধ্যে দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের সাথে বৈঠক করছেন। আগামীর নেতৃত্ব তারা তরুণদের হাতে তুলে দিতেই ডিসেম্বরে কাউন্সিল করবেন।


আরও পড়ুন: সাত কার্যদিবসে ধর্ষণ মামলার রায়: বিচার ব্যবস্থায় দীর্ঘসূত্রিতার অবসান


কামাল হোসেন নেতৃত্বধীন গণফোরামের সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া বলছেন, বহিস্কৃতদের কাউন্সিল করার কোন এখতিয়ার নেই।

দলের নেতা-কর্মীরা আর তাদের চায় না দাবি করে জানান, গণফোরাম আগামী ১২ ডিসেম্বর ঢাকায় কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে।

ড. কামাল হোসেন নেতৃত্বাধীন গণফোরাম সারাদেশে নেতা-কর্মীদের কাছে যাচ্ছে এবং নতুন ধারার রাজনীতি করার কথা ভাবছে বলেও জানান রেজা কিবরিয়া।

news24bd.tv আহমেদ