সরকারি দামে বিক্রি হচ্ছে না আলু, বিপাকে ক্রেতারা

সরকারি দামে বিক্রি হচ্ছে না আলু, বিপাকে ক্রেতারা

আলমগীর চৌধূরীর, জয়পুরহাট

জয়পুরহাটের হিমাগারগুলোর দাম কমলেও পাইকারি এবং খুচরা বাজারে কমছে না আলুর দাম। হিমাগারে ২৪’শ টাকার বস্তা ১৮ থেকে ১৯’শ টাকায় বিক্রি হলেও খুচরা বাজারে এখনো প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকায়। এতে এখনো বিপাকে ক্রেতারা।  

আর দাম কমে যাওয়ায় আলু বিক্রি করতে পারছেন না আলু ব্যবসায়ী ও কৃষকরা।

তাদের দাবি সরকার নির্ধারিত দামে বিক্রি করলে আলুতে লোকসান গুণতে হবে তাদের।


আরও পড়ুন: ১৬ ডিসেম্বরের মধ্যেই মুক্তিযোদ্ধাদের নতুন তালিকা প্রকাশ


সরকারি ঘোষণার পর জয়পুরহাটের বিভিন্ন হিমাগারে ৬০ কেজির প্রতি বস্তা আলুর দাম পাঁচ থেকে ছয়শ টাকা কমলেও সরকারের বেধে দেয়া দাম মানা হচ্ছে না পাইকারি ও খুচরা বাজারে। জেলার পাইকারি বাজারে দেশি আলু ৩৮ টাকা এবং হলান্ড আলু ৩৫ থেকে ৩৬ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর খুচরা বাজারে সেই আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪০ থেকে ৪৫ টাকা বেশি দামে।

এতে ক্ষুব্ধ সাধারণ ভোক্তা।

দাম বৃদ্ধির কারণ হিসেবে বরাবরের মত সরবরাহ কম এবং পাইকারি বাজারে আলুর দাম বাড়ার অজুহাত দেখালেন বিক্রেতারা। তবে ভিন্ন বক্তব্য চাষীদের।

news24bd.tv

বাজারে দাম না কমেলেও বরাবরের মতো নিয়মিত বাজার মনিটরিংয়ের মাধ্যমে সরকার নির্ধারিত মূল্য বাস্তবায়নের আশ্বাস দিলেন জেলার কৃষি বিপণন কর্মকর্তা রতন কুমার।

জয়পুরহাটে গেল মৌসুমে ৩৮ হাজার ৩২৫ হেক্টর জমিতে আলু উৎপাদন হয় ৯ লাখ ৪৭ হাজার মেট্রিক টন।

news24bd.tv তুষার