এসআই আকবর পালিয়ে থাকতে পারবে না: পররাষ্ট্রমন্ত্রী

রায়হানের পরিবারের খোঁজ নিতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী

এসআই আকবর পালিয়ে থাকতে পারবে না: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান নিহতের ঘটনায় জড়িত এসআই আকবর পালিয়ে থাকতে পারবে না, তাকে ধরতে সব বাহিনী কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

রায়হান উদ্দিনের পরিবারকে সমবেদনা জানাতে পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার (২০ অক্টোবর)  দুপুর সাড়ে ১২টার দিকে সিলেটে পৌঁছান। সেখান থেকে সোজা রায়হান উদ্দিনের বাড়িতে যান তিনি।

এরপর নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।

 


আরও পড়ুন: ১৬ ডিসেম্বরের মধ্যেই মুক্তিযোদ্ধাদের নতুন তালিকা প্রকাশ


এসময় সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (সরকারি আইন কর্মকর্তা) এডভোকেট নিজাম উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি,সাধারণ সম্পাদক মুশফিক জায়গীদার প্রমুখ উপস্থিত ছিলেন। দুপুর তিনটার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

news24bd.tv নাজিম