যশোরে বিশেষ ব্যবস্থায় সবজি চারা উৎপাদনে দৃষ্টান্ত স্থাপন

যশোরে বিশেষ ব্যবস্থায় সবজি চারা উৎপাদনে দৃষ্টান্ত স্থাপন

রিপন হোসেন, যশোর

বাণিজ্যিক ভিত্তিতে উন্নত জাতের সবজি চারা উৎপাদন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন যশোরের দুই শতাধিক কৃষক। বিশেষ ব্যবস্থায় সারাবছরই গ্রীষ্মকালীন ও শীতকালীন সবজির চারা উৎপাদন করছেন তারা ।

এ কাজ করে তারা শুধু নিজেরা  স্বাবলম্বী হননি, কর্মসংস্থানও করেছেন অনেকের ।  

সারা বছর জুড়েই যশোর সদর উপজেলার আব্দুলপুর, লেবুতলায় বাণিজ্যিক ভিত্তিতে সবজি চারা উৎপাদন করছেন এখানকার  কৃষকরা।

বর্তমানে সবচেয়ে বেশি উৎপাদন করা হচ্ছে উন্নতমানের বাঁধাকপি ও ফুলকপির চারা।

কৃষকরা জানান, সবজি চারা তৈরীর জন্য সাধারণত উঁচু জমি উপযুক্ত হলেও বিশেষ ব্যবস্থায় নিচু জমিতেই বেড তৈরি করে পলিথিনের ছাউনি দিয়ে বীজ বপন করছেন তারা ।

তবে ভালো মানের বীজ সংকটের কথা জানান তারা । তবে  দর ভাল থাকায় আর্থিকভাবে লাভবানও হচ্ছেন কৃষকরা  ।

  

এখানকার উৎপাদিত সবজির চারার মান ভালো হওয়ায় ব্যবসায়ীরা কিনে নিয়ে যাচ্ছে বিভিন্ন জেলায় ।


আরও পড়ুন: স্বাস্থ্যবিধি মেনে খুলেছে চট্টগ্রামের সিনেমা হল গুলো


 

সবজি চারা চাষকে লাভজনক করে তুলতে কৃষককে বিভিন্ন পরামর্শসহ কারিগরি সহায়তা দিচ্ছে উপ-সহকারী কৃষি অফিসার রফিকুল ইসলাম, কৃষি বিভাগ।

চলতি মৌসুমে যশোরে  বিভিন্ন জাতের সবজি চারা উৎপাদন করা হচ্ছে ১৫ হাজার  হেক্টর জমিতে ।

news24bd.tv তুষার

সম্পর্কিত খবর