পাহাড় ধস: বাঘাইছড়ি-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বন্ধ

পাহাড় ধস: বাঘাইছড়ি-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বন্ধ

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি

ভারি বৃষ্টিতে রাঙামাটিতে পাহাড় ধসে বন্ধ হয়ে গেছে বাঘাইছড়ি-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ ব্যবস্থা। মঙ্গলবার সকালে
বাঘাইছড়ি উপজেলার ১২কিলোমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সংশ্লিস্ট সূত্রে জানা গেছে, রাতভর ভারি বৃষ্টিতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ১২কিলোমিটার এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে বাঘাইছড়ি সাথে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়।

এতে মারাত্মক যানজটের সৃষ্টি হয় বাঘাইছিড় ও খাগড়াছড়ি সড়কে। বিপাকে পড়ে সাধারণ মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। তারা দীর্ঘ ঘণ্টা চেষ্ট করে সড়ক থেকে মাটি অপসারণ করে সড়ক যোগাযোগ স্বাভাবিক করে।


আরও পড়ুন:৩০ নয়, আলুর কেজি ৩৫ টাকা!


 

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, বর্তমানে বাঘাইছড়ি-খাগড়াছড়ি সড়ক ব্যবস্থা চালু রয়েছে। যানবাহন চলাচল করছে। তবে বৃষ্টি হয়ে উপজেলার বিভিন্ন সড়কে পাহাড়ি মাটি নেমে সড়ক বন্ধ হয়ে যায়।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর