বাঙালির মাথায় এমন আসবেই না!

বাঙালির মাথায় এমন আসবেই না!

প্রবীর বিকাশ সরকার, জাপান

আজ দুপুরের পর থেকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। কিন্তু কোথাও জল জমে থাকে না টোকিওতে। বাজার করতে গিয়েছিলাম বেশ দূরে। ফেরার পথে সুদীর্ঘ এবং সরু একটি উদ্যানের ভেতর দিয়ে হাঁটলাম।

উদ্যান ভেদ করে বয়ে চলেছে একটি কৃত্রিম জলধারা। গাছগাছালি দিয়ে পৌর দপ্তর এভাবেই তৈরি করেছে একটা প্রাকৃতিক পরিবেশ।

আসলে এই জলধারাটি ছিল একসময় একটি নদী। ভূমিকম্প ও নগরায়নের কারণে বুজে গেছে।

বছর বিশেক আগে কর্তৃপক্ষ নদীর স্রোতরেখা খুঁড়ে কৃত্রিম জলধারা সৃষ্টি করেছে।

গ্রীষ্মকালে ছেলেমেয়েরা ছোট ছোট মাছ, কাঁকড়া, চিংড়ি ধরে বড়শি ও ছোট জাল দিয়ে। মহানন্দে মেতে থাকে তারা ছুটির দিনে।


আরও পড়ুন:ওবায়দুল কাদেরের উপন্যাসে সিনেমার শুটিং ফের শুরু


সংস্কার কাজ চলছে এখন উদ্যানটির। নতুন করে বসানো হচ্ছে সচিত্র তথ্যপাত্র, তাতে খোদিত করা আছে অতীতের নদীটির ইতিহাস।
কী অসাধারণ চিন্তা! বাঙালির মাথায় এমন আসবেই না!

প্রবীর বিকাশ সরকার, ছড়াকার, উপন্যাসিক, গবেষক ও সম্পাদক

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর