নির্বাচনের ১৩ দিন আগেই বাক্সে পড়ল ৩ কোটি ভোট

নির্বাচনের ১৩ দিন আগেই বাক্সে পড়ল ৩ কোটি ভোট

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে ফ্লোরিডা, নেভাডাসহ অন্তত ৪৪টি অঙ্গরাজ্যে শুরু হয়েছে আগাম ভোট। নির্বাচনের ১৩ দিন বাকি থাকতেই এরিমধ্যে রেকর্ড প্রায় ৩ কোটি ভোটার আগাম ভোট দিয়েছেন।

সোমবার থেকে ফ্লোরিডায় শুরু হওয়া আগাম ভোট চলবে ১ নভেম্বর পর্যন্ত। স্থানীয় সময় মঙ্গলবার আগাম ভোট শুরু হবে লুইজিয়ানা, উইসকনসিন স্টেটে।

আর বুধবার ওয়েস্ট ভার্জিনিয়ার বাসিন্দারা আগাম ভোটে অংশ নিতে পারবেন।

আরও পড়ুন: এসআই আকবরের গ্রেপ্তার নিয়ে গণমাধ্যম বিভ্রান্ত?

বিভিন্ন পরিসংখ্যান বলছে, ২০১৬ সালের নির্বাচনে মোট যত ভোট পড়েছিল, এ বছর এখন পর্যন্ত তার প্রায় ২০ শতাংশ ভোট পড়েছে। গত নির্বাচনে যুক্তরাষ্ট্রের ৩৮টি অঙ্গরাজ্যে মোট আগাম ভোট পড়েছিল ৪ কোটি ৬১ লাখ। তবে মহামারির কারণে এবার আগাম ভোটের সংখ্যা অনেক বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর