এস আই আকবরকে ধরা হয়নি বলে সে ধরা পড়েনি

এস আই আকবরকে ধরা হয়নি বলে সে ধরা পড়েনি

গোলাম মর্তুজা

এস আই আকবরকে ধরা হয়নি বলে সে ধরা পড়েনি। আকবর পালিয়ে যায়নি, তাকে পালাতে দেওয়া হয়েছে।

সিলেটে রায়হানের ক্ষেত্রে যা ঘটেছে, বাংলাদেশের প্রায় প্রতিটি থানায় প্রায় প্রতি দিনে-রাতে এমন ঘটনা ঘটে। আকবররা রায়হানকে পিটিয়ে মেরে ফেলেছে বলে সংবাদ জানা গেছে।

যারা মারা যায় না,তাদের সংবাদ আলোচনায়ও আসে না।

আরও পড়ুন: 


একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার


একটি রিটের পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ আদালতের রায় ছিল, রিমান্ডে নির্যাতন করা যাবে না। জিজ্ঞাসাবাদ করতে হবে জেলগেটে,কাঁচ দিয়ে ঘেরা ঘরে। অথচ বছরের পর বছর ধরে আদালতের নির্দেশনা অমান্য করা হচ্ছে।

রিমান্ডে নিয়ে নির্যাতন তো করা হচ্ছেই। রিমান্ড ছাড়াও ধরে নিয়ে নির্যাতন করা হচ্ছে,পিটিয়ে হত্যা করা হচ্ছে।

লেখক: সিনিয়র সাংবাদিক গোলাম মতুর্জা (ফেসবুক থেকে)

news24bd.tv কামরুল