কঙ্গোতে কারাগারে হামলা, পালিয়েছে অন্তত ১৩শ কয়েদি (ভিডিও)

অনলাইন ডেস্ক

কঙ্গো প্রজাতন্ত্রের পশ্চিমাঞ্চল বেনির একটি কারাগারে মঙ্গলবার সশস্ত্র হামলার ঘটনায় এক হাজার তিনশোর বেশি কয়েদি পালিয়ে গেছেন। একটি সশস্ত্র গোষ্ঠী এ হামলার সাথে জড়িত বলে ধারণা করা হচ্ছে।

কাংবায়ির কেন্দ্রীয় কারাগার ও সেখানকার নিরাপত্তায় নিয়োজিত সেনাঘাঁটিতে হামলার পর বর্তমানে আর মাত্র এক শ বন্দী আছেন বলে জানিয়েছেন স্থানীয় মেয়র মডেস্তে বাকওয়ানামাহা।

তিনি আরও বলেন, বৈদ্যুতিক যন্ত্র দিয়ে কারাগারের ফটক ভাঙতে সক্ষম হয় হামলাকারীরা।

পালিয়ে যাওয়া কয়েদিদের মধ্যে অন্তত ২০ জন পুনরায় ফিরে এসেছে বলে দাবি করছেন তিনি।


আরও পড়ুন: গুগলের বিরুদ্ধে মামলা করেছে ট্রাম্প প্রশাসন


এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী হামলাটির দায় স্বীকার করেনি। তবে এই ঘটনার সাথে এডিএফ জড়িত বলে ধারণা করছেন মেয়র। হামলাটির সময় দুই বন্দি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন বলে এক টুইটবার্তায় জানিয়েছে স্থানীয় পুলিশ বিভাগ।

news24bd.tv আহমেদ