গণতন্ত্র চর্চার অন্যতম কেন্দ্র জাতীয় প্রেসক্লাবের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী (ভিডিও)

সৈয়দ রায়হান

সব মতাদর্শের মানুষকে নিয়েই এগিয়ে চলছে সাংবাদিকদের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জাতীয় প্রেসক্লাব। এটি গণতন্ত্র চর্চার অন্যতম কেন্দ্র। জাতীয় প্রেসক্লাবের ৬৬-তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।  

এবার করোনা মহামারির কারণে অন্যান্য বারের মতো জমকালো অনুষ্ঠানের পরিবর্তে জাতীয় প্রেসক্লাবে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনসহ সেমিনারের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠার ৬৬ বছরে পা রাখল জাতীয় প্রেসক্লাব। ১৯৫৪ সালের এই দিনে পূর্ব পাকিস্তান প্রেসক্লাব নামে প্রতিষ্ঠিত হলেও পরবর্তীতে এর নামকরন করা হয় জাতীয় প্রেসক্লাব। প্রতি বছর জাতীয় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী জাকজমকভাবে উৎযাপন করা হলেও করোনা মহামারির কারণে এবার সব অনুষ্ঠান বাতিল করে কেবল কেক কাটা ও সেমিনারের আয়োজন করে ব্যবস্থাপনা কমিটি। এতে অংশ নেন ক্লাবের প্রবীণ সদস্যরা।

তুলে ধরেন জাতীয় প্রেসক্লাবের ভূমিকা ও সাংবাদিকতার নানা দিক।


আরও পড়ুন: মাধ্যমিকে এবার বার্ষিক পরীক্ষা হবে না (ভিডিও)


প্রতিষ্ঠার পর থেকে সব আন্দোলন সংগ্রামে জাতীয় প্রেসক্লাবের রয়েছে অন্যন্য ভূমিকা। বহুমাত্রিক মতের মিলনমেলাও বসে এখানে।

ঐক্য ও ঐতিহ্যকে ধারণ করে, সাংবাদিকদের উন্নয়নে জাতীয় প্রেসক্লাবকে আরো জোড়ালো ভূমিকা রাখার আহ্বান জানান ক্লাবের সদস্যরা।

news24bd.tv আহমেদ