বিষখালী নদী ভাঙন অব্যাহত, বাঁধ নির্মাণের দাবি

বিষখালী নদী ভাঙন অব্যাহত, বাঁধ নির্মাণের দাবি

সুমন সিকদার

বরগুনার বিষখালী নদীর ভাঙন অব্যাহত রয়েছে। ভাঙনের কবলে নদী গর্ভে বিলীন হয়ে গেছে শতশত একর ফসলি জমি, বসত ভিটা ও অনেক স্থাপনা। হুমকির মুখে আছে গুলিশাখালী বাজার, স্কুল কলেজসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান।

এ অবস্থায় স্থায়ীভাবে বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছে এলাকাবাসী।

২০০৭ সালের ঘূর্ণীঝড় সিডরে বিষখালী নদী রক্ষা বাঁধটির বেশ কিছু স্থান ক্ষতিগ্রস্থ হয়। বর্তমানে  বিষখালী নদীর অব্যাহত ভাঙনে  বাধের বেশ কিছু জায়গা আরো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।


আরও পড়ুন: স্বামী-স্ত্রী পরিচয়ে ঘরভাড়া, ধর্ষণচেষ্টাকালে তরুণীর চিৎকারে ধরা বিজিবি সদস্য


 

এছাড়া অমাবশ্যা ও পূর্ণিমায় নদীর অস্বাভাবিক জোয়ারের পানিতে বসতবাড়ি, গাছপালা ও ফসলী জমি বিলিন হয়ে যাবার আতঙ্কে  স্থানীয়রা।

এ পরিস্থিতিতে নদী ভাঙন রোধে স্থায়ী বেরিবাধ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।


অর্থ বরাদ্দ পেলেই কাজ শুরু হবে জানালেন বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান।

শুধু আশ্বাস নয় ক্ষতিগ্রস্থ এসব বাঁধ  নির্মাণে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা ভুক্তভুগীদের।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর