উয়েফা চ্যাম্পিয়নস লিগে রাতে মাঠে নামবে যে দলগুলো

উয়েফা চ্যাম্পিয়নস লিগে রাতে মাঠে নামবে যে দলগুলো

মাহফুজুল ইসলাম

উয়েফা চ্যাম্পিয়নস লিগে রাতে আলাদা ম্যাচে মাঠে নামবে বড় দলগুলো। বি গ্রুপে রাত ১১টা ৫৫ মিনিটে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ শখতার দোনেস্তক।

রাত ১টায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ লড়বে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে। একই সময় হবে ম্যানসিটি-পোর্তোর লড়াই।


ঘরের মাঠে শখতারকে আতিথ্য দেওয়ার আগে খুব একটা স্বস্থিতে নেই রিয়াল মাদ্রিদ।

শেষ ৫ ম্যাচে এক ড্র তিন জয় আর এক হার। লা লিগায় সবশেষ ম্যাচটায় হেরে আত্মবিশ্বাসেও আছে কিছুটা চোঁট। তাইতো এই ম্যাচটা হতে পারে দলটির ঘুরে দাঁড়ানোর মঞ্চ।

সেই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা ভালো করে জিদানের কাছে গেল আসরের হতাশা ঘোচানোর শুরুর উপলক্ষটা হতে পারে এই ম্যাচ।

বুন্দেসলিগায় হাফিনহ্যামের বিপক্ষে ম্যাচটার কথা বাদ দিলে পরবর্তী সময়টা দুর্দান্ত কাটছে বায়ার্নের।

এর আগে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাটা নিজেদের করে নিয়ে জার্মান ফুটবল শক্তি আবারো বিশ্বের সামনে তুলে ধরেছে মুলাররা।
তবে অ্যাতলেতিকোর বিপক্ষে এই ম্যাচের আগে স্বস্থিতে নেই ফ্লিক। অসুস্থতায় মাঠের বাইরে নাব্রি। ইনজুরিতে মাঠের বাইরে টিলম্যান, লিরে শ্যান, এবং ডিফেন্ডার কোয়াসি।


আরও পড়ুন: বিষখালী নদী ভাঙন অব্যাহত, বাঁধ নির্মাণের দাবি


পোর্তোর বিপক্ষে এই ম্যাচের আগে স্বস্থিতে নেই গার্দিওলা। দলে লম্বা ইনজুরির সারি।

মাসেল ইনজুরিতে মাঠের বাইরে কাটাবেন গ্যাব্রিয়াল জিসুস, এ খবর মোটামুটি নিশ্চিত। এছাড়াও ইনজুরিতে এই ম্যাচে মাঠের বাইরে থাকতে হবে কেবিন ও ব্রায়ান, ডিফেন্ডার ল্যাপার্তে ও বেনজামিনকে।

হেড টু হেডে মুখোমুখি দুই দেখায় এখন পর্যন্ত সবগুলো ম্যাচের ফলাফলই ম্যানসিটির অনুকূলে। তবে, সেই দুবারের দেখা আরো প্রায় ৮ বছর আগে।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর