রেলের জমির দখলদার রেলওয়ের নিজস্ব লোক-ই

নয়ন বড়ুয়া জয়,চট্টগ্রাম

চট্টগ্রামে নিজের নামে কলোনী গড়ে, মাসে লাখ লাখ টাকা আয় করছেন কর্মকর্তা থেকে কর্মচারী পর্যায়ের লোকজন। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জমির মালিক সেজে বছরের পর বছর ধরে গড়েছেন নিজেদের ভবিষ্যত।

দীর্ঘ সময় নিশ্চুপ থাকার পর রেলওয়ের ভূ-সম্পদ বিভাগ এবার এসব দখলদারদের বিরুদ্ধে মাঠে নেমেছে।
এই ব্যক্তি পূর্বাঞ্চল রেলওয়ের বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা।

থাকেন চট্টগ্রাম নগরীর আমবাগান এলাকায় রেলের জায়গায়।

তার বাড়ির আশপাশে দুই শতাধিক স্থায়ী-অস্থায়ী ঘর। এগুলোর মালিকও শেখ নাসির উদ্দিন আহমেদ মিন্টু নামে ওই কর্মকর্তা। এই বস্তির নামই হয়ে গেছে মিন্টু কলোনী।

ভাড়া বাবদ মাসে তিন লাখের বেশি টাকা ওঠে এই বস্তি থেকে।

মিন্টু কলোনীর পাশেই অলি কলোনী। অলি আহমেদ রেলওয়েতে অফিস সহকারি পদে চাকরিরত। অলি কলোনীর অর্ধশতাধিক ঘর থেকে তার মাসিক আয় লাখ টাকার বেশি।

গেল বছর এসব জায়গায় অভিযান চালায় রেলওয়ের ভূসম্পদ বিভাগ। মাস খানেক পর আবারো স্থাপনা গড়ে তোলায় হয় এখানে।


আরও পড়ুন: উয়েফা চ্যাম্পিয়নস লিগে রাতে মাঠে নামবে যে দলগুলো


অভিযোগ আছে, মিন্টু কলোনীর দুই শতাধিক ঘরের বাইরে আরো জায়গা দখলে আছে বিদ্যুৎ বিভাগের ওই কর্মকর্তার। এসব নিয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি হননি নাসির উদ্দিন মিন্টু।

মঙ্গলবার এই এলাকায় উচ্ছেদ শুরু করে রেলওয়ে। ভূ-সম্পদ কর্মকর্তারা বলছেন, দখলদারদের বিরুদ্ধে জোরেশোরে মাঠে নেমেছে প্রশাসন।

সারাদেশে অবৈধ দখলে থাকা রেলের প্রায় ৩২ হাজার একর জমির মধ্যে পূর্বাঞ্চলে রয়েছে ১ হাজার ৪ একর জমি।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর