অক্সফোর্ডের ভ্যাকসিনের ট্রায়ালে অংশ নেয়া স্বেচ্ছাসেবকের মৃত্যু

অক্সফোর্ডের ভ্যাকসিনের ট্রায়ালে অংশ নেয়া স্বেচ্ছাসেবকের মৃত্যু

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যের পর এবার ব্রাজিলে অ্যাস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনা ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়ালে অংশ নেয়া একজন স্বেচ্ছাসেবকের মৃত্যু হয়েছে। মারা যাওয়া স্বেচ্ছাসেবক ব্রাজিলের নাগরিক।

তবে  এই ঘটনায় ভ্যাকসিনটির পরীক্ষা বন্ধ হবে না বলে জানিয়েছে ব্রাজিলের স্বাস্থ্য কর্তৃপক্ষ । বুধবার অক্সেফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও টিকার ট্রায়াল চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিশ্চিত করেছে।

ব্রাজিলের ও গ্লোবো পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই স্বেচ্ছাসেবকের মৃত্যু ভ্যাকসিনের সাথে সম্পৃক্ত নয় বিষয়টি নিশ্চিত হয়ে ট্রায়াল অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।


আরও পড়ুন: গত নির্বাচনের চেয়েও বড় ব্যবধানে জিতব: ট্রাম্প


এদিকে, এর আগে অ্যাস্ট্রাজেনকা-অক্সফোর্ডের ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালে বৃটেনে এক অংশগ্রহণকারী অসুস্থ হয়ে পড়ায় পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়। অন্যদিকে, চীনের সিনোভ্যাক বায়োটেক  আরেকটি  টিকাও পরীক্ষা করে দেখছে ব্রাজিলের সাও পাওলোর একটি গবেষণা কেন্দ্র। তবে সিনোভ্যাকের এই ভ্যাকসিনটি কেনার পরিকল্পনা নাকচ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো।

news24bd.tv আহমেদ