লম্বা ছুটিতে বেনাপোল বন্দর

লম্বা ছুটিতে বেনাপোল বন্দর

বকুল মাহবুব, বেনাপোল

দুর্গাপূজোর কারণে লম্বা ছুটির কবলে পড়েছে বেনাপোল স্থলবন্দর। এসময় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও স্বাভাবিক থাকবে পাসপোর্ট যাত্রী যাতায়াত।

আগামীকাল সকাল থেকে কোন পণ্যবাহী ট্রাক বাংলাদেশ ছেড়ে ভারতে কিংবা ভারত থেকে বাংলাদেশে যাবে না।  

ভারতের পেট্রাপোল সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সেক্রেটারি  কার্তিক চক্রবর্ত্তি  জানান, দুর্গাপূজার ছুটির কারণে আগামী ২৬ অক্টেবর পর্যন্ত বেনাপোল বন্দর দিয়ে সকল প্রকার আমদানি ও রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।

২৭ তারিখ থেকে আগের নিয়মে পণ্য পরিবহন অব্যাহত থাকবে।


আরও পড়ুন: ব্যবসা হারিয়েছে কাগজ শিল্প, বিপাকে ব্যবসায়ীরা


এদিকে বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত  কর্মকর্তা আহসান হাবিব জানান, পূজোর কারণে বেনাপোল চেকপোস্ট পথে পণ্য পরিবহন বন্ধ থাকলেও ভারতের সাথে পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। ভারত থেকে আগত বা বাংলাদেশ থেকে ভারতগামী পাসপোর্ট ধারীরা স্বাভাবিক নিয়মে যাতায়াত করতে পারবেন।

news24bd.tv নাজিম