এবারের নির্বাচন আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: ওবামা

এবারের নির্বাচন আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: ওবামা

অনলাইন ডেস্ক

দরজায় কড়া নাড়ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। আগামী ৩ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে এরইমধ্যে জো বাইডেনের পক্ষে মাঠে নেমেছেন সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বারাক ওবামা।  

বুধবার পেনসিলভানিয়ার বৃহত্তম নগরী ফিলাডেলফিয়ায় স্থানীয় সময় বিকেলে ওবামা তার ভাষণে বলেন, এবারের নির্বাচন আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এটি অনুষ্ঠিত হবে আর মাত্র ১৩ দিন পর।

আমরা পরবর্তী ১৩ দিনে যা করব তা কয়েক দশক ধরে গুরুত্বপূর্ণ হবে।

যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে ডোনাল্ড ট্রাম্প ও বাইডেনের মধ্যে তীব্র লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে, সেগুলোর একটি পেনসিলভানিয়া। পেনসিলভানিয়াকে গুরুত্ব দিচ্ছে রিপাবলিকান শিবিরও।

২০১৬ সালের নির্বাচনে এ অঙ্গরাজ্যে অল্প ব্যবধানে জিতেছিলেন ট্রাম্প।

এবারও এখানকার শ্বেতাঙ্গ শ্রমজীবী শ্রেণির ভোট মুঠোবন্দি করার আশা তার রয়েছে।  

আরও পড়ুন: আজারবাইজান-আর্মেনিয়ার দ্বিতীয় যুদ্ধবিরতিও ব্যর্থ

আর সে কারণেই শেষ দিনগুলোকে সর্বোচ্চ কাজে লাগানোর জন্য গোটা দেশ চষে বেড়াচ্ছেন রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প। দিনে দুই-তিনটি করে সমাবেশে অংশ নিচ্ছেন তিনি।  

ট্রাম্প বুধবার পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নির্বাচনী জনসভায় নিজ সমর্থকদের আশ্বাস দেন যে, ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে তিনি অনেক বড় ব্যবধানে পরাজিত করতে যাচ্ছেন। জনসভায় দেওয়া বক্তৃতায় মার্কিন প্রেসিডেন্ট তার প্রতিদ্বন্দ্বী বাইডেনকে আবারও তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেন জয়ী হলে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করবেন।

news24bd.tv নাজিম