সারা দেশে আজও চলছে নৌযান ধর্মঘট, নদীবন্দরে অচলাবস্থা

সারা দেশে আজও চলছে নৌযান ধর্মঘট, নদীবন্দরে অচলাবস্থা

ফাতেমা জান্নাত মুমু, চট্টগ্রাম

নৌ-শ্রমিক অধিকার সংরক্ষণ ঐক্য পরিষদের ডাকে সারাদেশে অনির্দিষ্টকালের পণ্যবাহী নৌযান ধর্মঘট অব্যাহত রয়েছে। বেতন-ভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন এবং নৌযান শ্রমিকদের নিয়োগপত্র ও মাসিক খাদ্যভাতা প্রদানসহ ১৫ দফা দাবিতে ধর্মঘট পালন করা হচ্ছে।

তৃতীয় দিনের মতো টানা ধর্মঘটে পণ্যবাহী ছোট-বড় সব ধরনের নৌযান চলাচল বন্ধ আছে। অচলাবস্থা দেখা দিয়েছে চট্টগ্রাম বন্দরেও।

২০লাখ টণ পণ্য সাগরে ভাসছে। শ্রমিক সংকটে খালাজ করা যাচ্ছে না পন্য। এতে বাজারে  অস্থিতিশীল হয়ে উঠার মারাত্মক শঙ্কা দেখা দিয়েছে।

গত সোমবার রাত ১২টা থেকে সারাদেশে অনির্দিষ্টকালের এই ধর্মঘটের ডাক দেয় আটটি সংগঠনের সমন্বয়ে গঠিত নৌযান শ্রমিক ফেডারেশন।

দাবি  নিয়ে শ্রমিক-মালিক  সরকারের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকে সমাধান না মেলায় সারাদেশের সাথে চট্টগ্রামেও নৌবন্দর ও নৌপথে পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ  করে দেয় শ্রমিক নেতারা।

news24bd.tv নাজিম