সড়কের দাবিতে রাঙামাটিতে ব্রাণটিলাবাসীর সংবাদ সম্মেলন

সড়কের দাবিতে রাঙামাটিতে ব্রাণটিলাবাসীর সংবাদ সম্মেলন

ফাতেমা জান্নাত মুমু, চট্টগ্রাম

চলাচলের সড়কের দাবিতে স্থানীয় প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন রাঙামাটির ব্রাণটিলার নোয়া আদামের

বাসিন্দরা। বৃহস্পতিবার সকালে শহরের ব্রা²ণটিলার নোয়া আদাম এলাকায় এ সংবাদ সম্মেলন করেন স্থানীয়রা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. কাউছার। এসময় স্থানীয় এলাকাবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন, সুমন চাকমা, শাহানা বেগম, ফরিদ আহম্মেদ, ইন্দু বালা চাকমা, নাহিদা আক্তার, স্বর্ণা গুপ্ত, আনোয়ার হোসেন, মৌসুমী দে, নুরুল নাহার
প্রমুখ।

সংবাদ সম্মেলনে স্থানীয়রা অভিযোগ করে বলেন, প্রভাবশারী মো. আলী জিন্নাহ ক্ষমতাবলে রাতারাতি পাকা দেয়াল নির্মাণ
করে লোহার গেইট দিয়ে স্থানীয়দের চলাচলের সড়ক বন্ধ করে দেয়।

এ বিষয়ে আপত্তি জানানো হলে বৈঠক বসলেও মো. আলী জিন্নাহ ও তার পরিবার বৈঠকে জনপ্রতিনিধিদের সামনে অশোভন আচরণ করায় অমিমাংসিত থেকে যায়। আর এরপর থেকে মো. আলী জিন্নাহের নেতৃত্বে স্থানীয় এলাকাবাসীদের হামলা, মামলা দিয়ে হয়রানী করে চলেছে। তাই মো. আলী জিন্নাহ ও তার পরিবারের এই সকল সমাজ বিরোধী কর্মকাণ্ড ও এলাকাবাসীদের হামলা ও মামলাসহ জনসাধারণের চলাচলের সড়কটি দখলমুক্ত করতে দ্রত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয় এলাকাবাসী।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর