চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর ভাঙন অব্যাহত

মো. রফিকুল আলম, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। গেল কয়েকদিনের ভাঙনে দেবীনগর ইউনিয়নে নদী গর্ভে বিলীন হয়েছে বসতবাড়ী, ফসলি জমিসহ বহু স্থাপনা। হুমকির মুখে রয়েছে মসজিদ, মাদ্রাসাসহ বহু স্থাপনা।  

পানি উন্নয়ন বোর্ড বলছে, অর্থ বরাদ্দ পেলেই ভাঙন রোধে স্থায়ী বেরি বাধ নির্মাণের কাজ শুরু করা হবে।

  

গেল ১৫ দিনের ভাঙনে বিলীন হয়েছে দেবীনগর ইউনিয়নের বেশ কিছু এলাকার বসত-বাড়ি ও ফসলি জমি। ভিটে মাটি হারিয়ে দিশেহারা নদী তীরবর্তী মানুষ।


আরও পড়ুন: রায়হানের শরীরে ভোতা অস্ত্রের আঘাতই বেশি: ডা. শামসুল


স্থানীয়দের অভিযোগ, নদী ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কার্যকর কোন পদক্ষেপ না নেয়ায় প্রতি বছরই ভাঙনের শিকার হচ্ছেন তারা। এ অবস্থায় স্থায়ী বেরি বাঁধ নির্মাণের দাবি তাদের।

 

সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দ পেলেই  নদী ভাঙন রোধে স্থায়ী বেরি বাধ নির্মাণের কাজ শুরু করা হবে বলে জানালেন সংশ্লিষ্টরা।

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা আর মহানন্দা নদীর ৭টি পয়েন্টে ভাঙন দেখা দেয়ায় আতংকে দিন কাটাচ্ছে নদী তীরবর্তী লাখো মানুষ।

news24bd.tv নাজিম