‘তিন দিনের মধ্যে আলুর দাম হবে ৩৫ টাকা’

‘তিন দিনের মধ্যে আলুর দাম হবে ৩৫ টাকা’

নিজস্ব প্রতিবেদক

ঝগড়াঝাটি করে এগোনো যাবে না, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে এগোতে হবে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, তিনি (ভারতের হাইকমিশনার) অনেক আশা নিয়ে এসেছেন। আমরা চাই তাদের সঙ্গে সম্পর্ক আরো ভালো হোক।

এখন পৃথিবীটা ব্যবসার উপর নির্ভরশীল।

তিনি (হাইকমিশনার) বলেছেন, আমরা ব্যবসা-বাণিজ্যে পার্টনার হতে চাই। প্রাথমিকভাবে অনেক বিষয়ে আলোচনা হয়েছে। ছোট ছোট কিছু সমস্যা রয়েছে।

খুব শিগগিরই এসব সমস্যা ঠিক হয়ে যাবে।


  

আরও পড়ুন: রাতে বাসায় ফেরার পথে গণধর্ষণের শিকার পোশাক শ্রমিক


আগামী দু’তিনদিনের মধ্যে আলুর দাম খুচরা পর্যায়ে ৩৫ টাকায় আসবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেছেন, গতকাল আলুর দাম কোল্ডস্টোরেজে ৩৫-৪০ টাকা ছিল। সেটা আজ ২৮ টাকায় বিক্রি হচ্ছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, আলুর দাম কমানোর চেষ্টা চলছে।

এটা আমরা নিয়ন্ত্রণ করি না। এটা কৃষি মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে। আমরা ইচ্ছে করেই এসেছি যে টিসিবির মাধ্যমে ২৫ টাকা দরে বাজারে আলু ছেড়ে ভোক্তাদের সহযোগিতার জন্য।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর