'দুর্গাপূজায় কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই'

'দুর্গাপূজায় কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই'

অনলাইন ডেস্ক

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাবের) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপনের লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পূজাকে কেন্দ্র করে দেশজুড়ে পর্যাপ্ত র‌্যাব সদস্য নিয়োজিত রয়েছে।  

বৃহস্পতিবার থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ফোর্স মোতায়েন থাকবে। এ উপলক্ষে ১৫ অক্টোবর থেকেই গোয়েন্দা তথ্য সংগ্রহসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

ডিজি র‌্যাব বলেন, গোয়েন্দা তথ্যানুযায়ী এবছর শারদীয় দুর্গাপূজায় কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই। তবুও যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলার জন্য এলিট ফোর্স র‌্যাব প্রস্তুত রয়েছে। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশজুড়ে র‌্যাবের কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। সার্বিকভাবে যেকোনো পরিস্থিতির জন্য সতর্ক রয়েছে র‌্যাব।

আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশান-বনানী সার্বজনীন পূজামন্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। র‌্যাবের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

news24bd.tv কামরুল