কবি শামসুর রহমানের ৯২তম জন্মদিন আজ (ভিডিও)

ফাতেমা কাউসার

সময় ও ইতিহাস ছুঁয়েছেন কবিতায়। ভিন্ন চিন্তার কবিতায় সমৃদ্ধ করেছেন বাংলা কাব্য। নাগরিক কবি শামসুর রাহমানকে ধারণ করলে তাইতো আলোকিত হয় বর্তমান ও ভবিষ্যৎ। ৯২তম জন্মদিনে এভাবেই কবিকে মূল্যায়ন করলেন কাছের মানুষেরা।

 

তার চেতনায় ছিল বিশুদ্ধ নাগরিক ভাবনা আর হৃদয়ে দেশের প্রতি অফুরন্ত ভালোবাসা। তাইতো উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ-স্বৈরাচারী শাসকের অত্যাচারী চিৎকার শুনে, এমনই বাক্য ধ্বনিত হয়েছিল তার কন্ঠে।

শামসুর রাহমান। আধুনিক এই কবির জন্ম ১৯২৭ সালের ২৩ অক্টোবর ঢাকার মাহুতটুলিতে।

বাবা মোখলেসুর রাহমান ও মা আমেনা বেগমের ১৩ সন্তানের মধ্যে তিনি ছিলেন ৪র্থ।

তাঁর অসাধারণ কাব্যভঙ্গি মুগ্ধ করেছে পাঠকদের। শামসুর রাহমানের কবিতার প্রথম দিকে ত্রিশ এর দশকের আবহ থাকলেও ক্রমেই তিনি সেই আবহ ছাপিয়ে এ ভূখন্ডের কবিতায় সৃষ্টি করেছেন মৌলিক সুর। তার কবিতা সমাজ ও রাজনীতি নিয়ে হলেও তা কখনো শ্লোগান হয়নি।


আরও পড়ুন: গাবতলীর দুর্ভোগ কমাতে নির্মাণ হচ্ছে ৮ লেনের নতুন সেতু


মানবতাবাদী এই কবি ধর্মীয় মৌলবাদ এবং ধর্মান্ধতার বিরুদ্ধে সবসময় সোচ্চার থেকে আক্রান্তও হয়েছিলেন।

সবমিলিয়ে তার রচনা শতাধিক। পেয়েছেন একুশে পদক, স্বাধীনতা পদক, বাংলা একাডেমি পুরষ্কার সহ অসংখ্য সম্মাননা। জন্মদিনে কবির প্রতি শ্রদ্ধা।

news24bd.tv আহমেদ