দূর্গা পূজাতে বাংলাদেশের আতিথিয়তা দেখতে জাপানি মেয়ের আগমন (ভিডিও)

সুকন্যা আমীর

এবারর দূর্গা পূজাতে জাপানি মেয়ের আগমন। তার চোখেই দেখা যাবে পরিবার, বন্ধন, উৎসব এবং বাংলাদেশের আতিথিয়তা। চমকে গেলেন দর্শক? বলছি দূর্গা পূজা উপলক্ষে নির্মিত নাটক ভৈরবীর কথা। যেখানে বাংলাদেশের অভিনয়শিল্পীদের সাথে দেখা যাবে জাপানের মমায় বাতানাবিকে।

আর কদিন বাদেই শুরু হবে দূর্গা পূজা। তার ওপর, ৫ বছর পর বাড়িতে পা পড়বে একমাত্র ছেলে নীল-এর। তাই বাড়িতে উৎসবের সাজ সাজ রব।

নীলের সাথে বাংলাদেশে আসে জাপানের ভার্সিটির বন্ধু আকি।

পরিবার, বন্ধন, ভাই-বোনের মধুর সম্পর্ক, উৎসব, সব মিলিয়ে বাংলাদেশেকে নিজের মতোন করে আবিস্কার করে আকি। শাওন কৈরীর রচনায় এমন কাহিনী নিয়ে দূর্গা পূজো উপলক্ষে নাটক নির্মাণ করছেন গৌতম কৈরী।


আরও পড়ুন: আজ থেকে খুলছে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটিসহ সকল শাখা


এমন গল্পে কেন্দ্রীয় চরিত্রে প্রথমবারের মতোন ভূমিকায় অভিনয় করছেন জাপানের মেয়ে মায় বাতানাবি। আর নীলের চরিত্রে রয়েছেন মনোজ প্রামানিক।

দূর্গা পূজোর মধ্যে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে নাটকটি।

news24bd.tv আহমেদ

সম্পর্কিত খবর