ঝুম বৃষ্টিতে সকাল শুরু, থাকতে পারে সারাদিন

ঝুম বৃষ্টিতে সকাল শুরু, থাকতে পারে সারাদিন

নিজস্ব প্রতিবেদক

চলছে কার্তিক মাস। আকাশ থাকবে ঝকঝকে নীল। সূর্য ছড়াবে মিষ্টি আলো। সঙ্গে হালকা হিম বাতাস।

কিন্তু সপ্তাহ খানেক হয়ে গেলেও প্রকৃতির মাঝে এখন কোনো কিছুরই দেখা নেই। বরং আকাশ মেঘাচ্ছন্ন। ঝরছে ঝিরিঝিরি বা ভারী বৃষ্টি।

জানা গেছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় অবস্থানরত নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।

আর এর প্রভাবেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে।

শুক্রবার ভোর থেকেই অবিরাম বৃষ্টি হচ্ছে। যদিও রাত থেকেই ঝুম বৃষ্টি হচ্ছিল।   কোথা কোথাও বৃষ্টির পানি জমে রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।


আরও পড়ুন: গাবতলীর দুর্ভোগ কমাতে নির্মাণ হচ্ছে ৮ লেনের নতুন সেতু


আবহাওয়া অফিস বলছে, আজ সারাদিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সমুদ্রবন্দরগুলোতে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।

এদিকে যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে নৌপথে বন্ধ রয়েছে ছোট আকৃতির নৌযান চলাচল।

news24bd.tv নাজিম