করোনার দ্বিতীয় ঢেউয়ে সবচেয়ে নাজেহাল ইউরোপ

করোনার দ্বিতীয় ঢেউয়ে সবচেয়ে নাজেহাল ইউরোপ

নিজস্ব প্রতিবেদক

সারাবিশ্বে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে এখন সবচেয়ে নাজেহাল ইউরোপ। গেলো ২৪ ঘন্টায় ফ্রান্সে আক্রান্ত হয়েছে ৪১ হাজার মানুষ। এছাড়াও হটস্পট হিসেবে যুক্তরাজ্যে ২১ হাজার, স্পেনে ২০ হাজার এবং ইতালিতে ১৬ হাজার মানুষ নতুন করে আক্রান্ত হয়েছে।  

এ অবস্থায় ফ্রান্সের রাত্রীকালীন কারফিউ আরো বেশি সংখ্যক এলাকাজুড়ে জারির সিদ্ধান্ত জানিয়েছে কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা একদিনে আবারো বেড়েছে। এ অবস্থায় ইউরোপজুড়ে ভ্রমণ সতর্কতা জারি করেছে জার্মানী। দেশটিতে ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে প্রায় ৭১ হাজার মানুষ এবং প্রাণহানি হয়েছে ৯২৫ জনের।  

ভারতেও আক্রান্ত ও মৃতের হার একইভাবে উর্ধ্বগতিতেই রয়েছে।

সব মিলিয়ে বিশ্বজুড়ে একদিনে আক্রান্ত হয়েছে চার লাখ ৭৪ হাজার, যাতে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪ কোটি ১৯ লাখ এবং মোট মৃত্যুহার দাড়িয়েছে ১১ লাখ ৪২ হাজারে।


আরও পড়ুন: ইতালিতে করোনার দ্বিতীয় ঢেউয়ে উদ্বিগ্ন প্রবাসীরা


এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসের ঔষধ হিসেবে রেমডিসিভির এর কার্যকারিতা কম বলে জানালেও যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলোতে এই ঔষধ করোনা রোগীদের জন্য ব্যবহারের অনুমোদন দিয়েছে।

news24bd.tv আহমেদ