চালু হচ্ছে তিন বর্ডার হাট, রপ্তানি বাড়ার আশা

চালু হচ্ছে তিন বর্ডার হাট, রপ্তানি বাড়ার আশা

নিজস্ব প্রতিবেদক

চালু হচ্ছে আরো তিন বর্ডার হাট। বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় স্থাপিত বর্ডার হাটগুলোতে উভয় দেশের মানুষের আগ্রহ বাড়ছে। যত দ্রুত সম্ভব এই তিনটি বর্ডার হাট উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।  

গতকাল বৃহস্পতিবার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সচিবালয়ে তাঁর অফিসকক্ষে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে মতবিনিময়ের পর সাংবাদিকদের এসব কথা বলেন।


আরও পড়ুন: রংপুরে এক বৃদ্ধ শ্রমিকের পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা


এসময় টিপু মুনশি আরও বলেন, হাটগুলো চালু হলে ভারতে বাংলাদেশি পণ্যের রপ্তানি অনেক বাড়বে। এতে করে বৈদেশেক মুদ্রা আয় হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশি পণ্য ভারতে রপ্তানির ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে। আলোচনার মাধ্যমে সমস্যাগুলো দূর করে ভারতে রপ্তানি বাড়ানো হবে।

আমরা এ সুযোগ কাজে লাগাতে চাই। ’

news24bd.tv আহমেদ

সম্পর্কিত খবর