ঝুঁকিপূর্ণ দিনাজপুরের পূনর্ভবা নদীর বাঁধ

ঝুঁকিপূর্ণ দিনাজপুরের পূনর্ভবা নদীর বাঁধ

ফখরুল হাসান পলাশ, দিনাজপুর

সংস্কারের অভাবে বেশ ঝুঁকিপূর্ণ অবস্থা দিনাজপুরের পূনর্ভবা নদীর বাঁধ। স্থানীয়দের অভিযোগ ২০১৭ সালের বন্যায় বাঁধের বেশ কয়েকটি জায়গায় ভেঙ্গে গেলেও তা দায়সারা ভাবে সংস্কার করা হয়।


 আরও পড়ুন: জলোচ্ছ্বাস কি এবং কেন হয়?


ফলে এই বর্ষায় ভাঙ্গা অংশগুলো সংস্কার করা না হলে বাঁধ ভেঙ্গে আবারো হাজার হাজার একর জমির ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, বাঁধ সংস্কারে একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে।

শান্ত পূনর্ভবা বর্ষায় যেন ভয়াবহ রূপ ধারণ করে। ১৯৯৫ সালে পূনর্ভবার ভয়াল গ্রাস থেকে শহর ও কৃষি জমি বাঁচাতে দেয়া হয় ১৫ কিলোমিটার শহর রক্ষা বাঁধ। কিন্তু ২০১৭ সালের বন্যায় এই বাঁধের বেশ কয়েকটি অংশ ভেঙ্গে হাজার হাজার একর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয়দের অভিযোগ, বন্যার পর পানি উন্নয়ন বোর্ড কোন রকম জোড়াতালি দিয়ে ভাঙ্গা অংশগুলো সংস্কার করে।

বাঁধের দূর্বল অংশগুলো সংস্কারে এখনই ব্যবস্থা না নেয়া না হলে আবারো বাঁধ ভেঙ্গে ফসল হানির শঙ্কা তাদের।

সদর উপজেলার বেশ কয়েকটি এলাকার মানুষ সবজি চাষের উপর নির্ভরশীল। তাই বাঁধ ভেঙ্গে গেলে আবারো ক্ষতিগ্রস্থ হবে হাজারো কৃষক।

স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, বাঁধ সংস্কারের জন্য একাধিকবার আবেদন করা হলেও কর্তৃপক্ষের কোন সাড়া পাওয়া যায়নি।

আর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফইজুর রহমান বলছেন, বাঁধ সংস্কারে এরই মধ্যে একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। দ্রুতই কাজ শুরু হবে।

শুধু আশ্বাস নয়, দ্রুত বাঁধ সংস্কারের দাবি এলাকাবাসির।

news24bd.tv আহমেদ

সম্পর্কিত খবর