আলুর সরকারি দাম কাগজে আছে, বাজারে নেই

আলুর সরকারি দাম কাগজে আছে, বাজারে নেই

সুলতান আহমেদ

সরকারের বেঁধে দেয়া দামের তোয়াক্কা করছে না আলু ব্যবসায়িরা। রাজধানীর খুচরা বাজারে এখনও আলু বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে। খুচরা বিক্রেতাদের অভিযোগ, আড়ৎ থেকে বাড়তি দামে কিনতে হচ্ছে তাদের।  

এদিকে অস্বাভাবিক বেড়ে যাওয়া সবজির বাজারেও কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে।

স্থির রয়েছে মাছ মাংসের দামও।  


আরও পড়ুন: ৪ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা


আলুর দাম এখনও নিয়ন্ত্রণহীন। রাজধানীর বাজারে ৪০ থেকে ৪৫ টাকার নিচে কিনতে পারছেন না ক্রেতারা। ফলে সরকার নির্ধারিত ৩৫ টাকা দর কাগজেই রয়ে গেছে।

 

পাশাপাশি বাড়তি দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল।

আলুর পাশাপাশি ক্রেতাদের চরম অস্বস্তিতে ফেলেছে সবজির দাম। তবে শীতকালিন সবজি আসতে শুরু করেছে রাজধানীর বাজারে। দ্রুতই দাম কমার আশা করলেও এসব সবজি এখনও ক্রেতাদের ক্রয়সীমার বাইরে।

তবে মাছের দাম নিয়ে কিছুটা স্বস্তিতে আছেন ক্রেতারা। বাজারে মিলছে হরেক রকমের নদীর মাছ।  

এদিকে, রাজধানীর মাংসের বাজারেও দাম স্থিতিশীল রয়েছে।   

news24bd.tv নাজিম