খুলনায় সরকারি হাসপাতালের ওষুধ বিক্রি হচ্ছে কালোবাজারে

খুলনায় সরকারি হাসপাতালের ওষুধ বিক্রি হচ্ছে কালোবাজারে

সামছুজ্জামান শাহীন, খুলনা

খুলনায় সরকারি হাসপাতালের ওষুধ দীর্ঘদিন ধরে বিক্রি হচ্ছে কালোবাজারে। আর এর সাথে জড়িত সরকারি হাসপাতালের কর্মচারী ও প্রশাসনের লোকজনই।

পুলিশের অভিযানে পরপর দুই দিন বিপুল পরিমাণ সরকারি ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল উদ্ধারের পর নড়েচড়ে বসেছে হাসপাতাল কর্তৃপক্ষ।  


আরও পড়ুন: বরিশালে ছোট লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা


খুলনা মহানগরীর ওষুধের সবচেয়ে বড় পাইকারি বাজার হেরাজ মার্কেট।

মার্কেটের বেলী ড্রাগস্ হাউজ নামের এই দোকান থেকে সরকারি হাসপাতালের ওষুধ কিনে নিজের ফার্মেসীতে বিক্রির সময় আটক করা হয় গ্রাম্য চিকিৎসক চন্দন গাইনকে।

এরপর অভিযান চালানো হয় হেরাজ মার্কেটের সেই দোকানটিতে। উদ্ধার করা হয় বিপুল পরিমান সরকারি ওষুধ।  

হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারী যারা সরকারি ওষুধ বিক্রির সাথে জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শেখ আশরাফ-উজ্জামান।

 

এদিকে বিপুল পরিমাণ সরকারি ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল উদ্ধারের পর নড়েচড়ে বসেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ওষুধ পাচারকারী চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন।

এদিকে খুলনার হেরাজ মার্কেটে সরকারি ওষুধ বিক্রি বন্ধে খুব শিগগিরিই উদ্যোগ নেয়ার কথা জানালেন হেরাজ মার্কেট ওষুধ বিক্রেতা মালিক সমিতির আহ্বায়ক মোহাম্মদ আলী।

news24bd.tv আহমেদ

সম্পর্কিত খবর