পটুয়াখালীতে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত

পটুয়াখালীতে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত

নিজস্ব প্রতিবেদক

পটুয়াখালীতে গত ৪ বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।  পটুয়াখালী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক কাজী কেরামত জানান, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ১৮৯.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা পটুয়াখালীর গত ৪ বছরের ইতিহাসের ২৪ ঘণ্টার জন্য সর্বোচ্চ বৃষ্টিপাত।

জেলায় গত তিনদিন ধরে কখনো ভারী আবার কখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।

বুধবার মধ্যরাত থেকে টানা বর্ষণের ফলে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।


আরও পড়ুন: ৪ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা


এদিকে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সৃষ্টি হওয়ায় পায়রা সমুদ্র বন্দরকে ৪ নম্বর সংকেত ও নদী বন্দরকে ২ নম্বর সংকেত দেওয়া হয়েছে। এতে ৬০ থেকে ১০০ ফিটের নৌযান চলাচল না করার জন্য বলা হয়েছে।

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ জানান, সাগরে কোনো মাছ ধরার ট্রলার নেই।

নদীতে দুই একটি থাকতে পারে। ইলিশের প্রধান প্রজনন মওসুম থাকায় নদী ও সাগরে সকল ধরনের মাছ ধড়ায় নিষেধাজ্ঞা চলছে। বৃষ্টির পানিতে যাতে মাছের ঘের ভেসে না যায় তার ঘেরের চারপাশে জাল দিয়ে প্রাচীর নির্মাণ করার পরামর্শ দেন তিনি।

news24bd.tv নাজিম