হাসপাতালে কপিল দেব

হাসপাতালে কপিল দেব

অনলাইন ডেস্ক

বিশ্বকাপজয়ী ভারতের সাবেক অধিনায়ক কপিল দেব গুরুতর অসুস্থ হয়ে দিল্লির হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়কের।

হাসপাতাল সূত্রে আরও বলা হয়েছে, কপিল এখন বিপদমুক্ত এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম দৈনিক আনন্দবাজার পত্রিকা এ খবর প্রকাশ করেছে।

 

খবরে বলা হয়, লীনা ঠাকরে নামে ভারতের এক ক্রীড়া সাংবাদিক কপিলের অসুস্থতার কথা জানিয়ে প্রথম টুইট করেন।  

টুইটে তিনি লেখেন, কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তাকে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে তার।

তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করছি।

news24bd.tv

লীনা ঠাকরের এই টুইটের পর ভারতের ক্রিকেট মহলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।   ‘হরিয়ানা হ্যারিকেন’ খ্যাত বিশ্বকাপজয়ী ভারত দলের সাবেক অধিনায়ক কেমন আছেন তা জানতে যোগাযোগ করছেন অনেকেই।  


আরও পড়ুন: সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়েছেন প্রায় ৫০০ পর্যটক


১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ছিলেন কপিল দেব। দেশের হয়ে ১৩১টি টেস্ট খেলে ৫২৪৮ রান করেছেন কপিল। নিয়েছেন ৪৩৪টি উইকেট নিয়েছেন। এছাড়া ২২৫টি ওয়ানডে খেলে ২৫৩টি উইকেট নেওয়ার পাশাপাশি ৩৭৮৩ রান করেন।

news24bd.tv নাজিম