নিম্নচাপের কারণে রাজধানীতে ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

নিম্নচাপের কারণে রাজধানীতে ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

অনলাইন ডেস্ক

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার থেকে বৃষ্টি হচ্ছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টা থেকে দুপুর পর্যন্ত ঢাকায় ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

একই সময়ে বেশি বৃষ্টিপাত হয়েছে বরিশালে ১১৬ মিলিমিটার। এই বৃষ্টিপাত শনিবার পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।


 আরও পড়ুন: এবার সৃজিত-মিথিলার সংসারে দুই নতুন অতিথি!


আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, শুক্রবার সকাল ৬টা থেকে দুপুর পর্যন্ত বরিশালে ১১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে ঢাকায় ২৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। শনিবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থারত গভীর নিম্নচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে।

এসব সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। নিম্নচাপের কারণে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হচ্ছে।

news24bd.tv কামরুল