ফরিদপুরে বেড়েই চলেছে সব ধরনের সবজির দাম

ফরিদপুরে বেড়েই চলেছে সব ধরনের সবজির দাম

খায়রুজ্জামান সোহাগ, ফরিদপুর

ফরিদপুরে লাগামহীনভাবে বেড়েই চলেছে সব ধরনের সবজির দাম। গেল এক সপ্তাহের ব্যবধানে সবজির দাম বেড়েছে কেজিতে ২০-৩০ টাকা।

কাঁচা মরিচ বিক্রি হচ্ছে কেজিতে ২০০-২৪০টাকা আর পেয়াজ ৮০ টাকা দরে। দফায় দফায় নিত্যপন্যর এমন দর উধর্বগতিতে হতাশ সাধারণ ক্রেতারা।

 


আরও পড়ুন: গরুর খামার করে দৃষ্টান্ত স্থাপন করেছেন রিয়াজ উদ্দীন


ফরিদপুরে সবজির বাজার অস্থির। গেল এক সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে সব ধরণের সবজির দাম কেজিতে বেড়েছে ২০-৩০টাকা। এখানে ঢেড়শ, বেগুন পটল, কাকরোল কেজিতে বিক্রি হচ্ছে ৮০টাকা দরে। ২৫ টাকার আলু বিক্রি হচ্ছে ৫০টাকা দরে।

এছাড়া প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি  হচ্ছে ২০০-২৪০টাকা দরে এবং পেয়াজ বিক্রি হচ্ছে ৮০টাকা দরে। হঠাৎ করে সবজির দর বৃদ্ধিতে  বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। তবে চাহিদার তুলনায় বাজারে সবজি সরবরাহ কম থাকায় দাম বেশি এমন অজুহাত বিক্রেতাদের ।

নিত্যপন্যর দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করা হচ্ছে বলে জানালেন সংশ্লিস্টরা ।
  
অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক অতুল সরকার।
নিত্যপন্যের দাম সহনীয় পর্যায়ে ফিরেয়ে আনতে প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবে এমন আশা সাধারণ ক্রেতাদের।

news24bd.tv কামরুল

 

সম্পর্কিত খবর