চট্টগ্রামে এখনও অস্থির আলুর বাজার

চট্টগ্রামে এখনও অস্থির আলুর বাজার

নয়ন বড়ূয়া জয়, চট্টগ্রাম:

সরকার আলুর দাম বেঁধে দিলেও চট্টগ্রামে এখনও অস্থির আলুর বাজার। কেউ মানছে না নির্ধারিত দাম। পাইকারি বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৩৮ টাকা দরে। আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৪২ থেকে ৪৫ টাকায়।

 

অভিযোগ উঠেছে, সিন্ডিকেটের কারসাজিতেই আলুর দাম কমছে না। একই সাথে এখানকার বিভিন্ন বাজারে বেড়েছে সব ধরণের সবজির দাম। নিত্যপন্যর দাম উর্ধ্বগতিতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।  

সরকার আলুর দাম নির্ধারন করার পর থেকেই চট্টগ্রামের আলুর আড়ত থেকে আলু উধাও।

সংকটের অজুহাত দেখিয়ে সরকার নির্ধারিত দামে আলু বিক্রি করছে না পাইকাররা। পাইকারি বাজারে আলু বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৩৮ টাকা কেজি দরে।


আরও পড়ুন: ফরিদপুরে বেড়েই চলেছে সব ধরনের সবজির দাম


খুচরা বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে  ৪২ থেক ৪৫ টাকায়। একই সাথে বেড়েছে টমেটো, পটল সহ  অন্যান্য সবজির দামও। দফায় দফায় নিত্যপন্যর দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন ক্রেতারা।   

জেলা প্রশাসন বলছেন, সরকারের নির্ধারিত দামে বিক্রেতারা আলু বিক্রি না করলে তাদের বিরুদ্ধে আইনুযায়ী ব্যবস্থা নেয়া হবে ।
নিত্যপন্যর বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি বাড়ানোর জোর তাগিদ দিয়েছেন ভোক্তাদের।

news24bd.tv কামরুল

সম্পর্কিত খবর