আর্মেনিয়া-আজারবাইজানের সঙ্গে পম্পেওর বৈঠক

আর্মেনিয়া-আজারবাইজানের সঙ্গে পম্পেওর বৈঠক

অনলাইন ডেস্ক

বিরোধীয় অঞ্চল নাগোরনো-কারাবাখের যুদ্ধ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। শুক্রবার ওয়াশিংটনে দুই প্রতিবেশী দেশের মধ্যে ৩০ বছরের বেশি সময়ের দ্বন্দ্ব নিরসনের চেষ্টায় তিনি এ বৈঠক করেন।    

আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে নতুন করে যুদ্ধবিরতির চেষ্টার অংশ হিসেবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন। যদিও এরই মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, গত মাসে দুই দেশের মধ্যে নতুন করে সংঘর্ষে ৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

  


আরও পড়ুন:ঘুমের ওষুধ খাইয়ে প্রেমিকাকে ধর্ষণ করল ছাত্রলীগ সভাপতি


২৭ সেপ্টেম্বর থেকে বিরোধীয় নাগোরনো-কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজান নতুন করে যুদ্ধে জড়ায়। পরবর্তীতে ১০ অক্টোবর রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে ম্যারথন আলোচনা হয়।

১১ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু যুদ্ধবিরতির কয়েক মিনিটের মধ্যেই আর্মেনিয়া ও আজারবাইজান পরস্পরকে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘেনের জন্য অভিযুক্ত করে।

দ্বিতীয়বারের মতো শনিবার (১৭ অক্টোবর) রাত থেকে যুদ্ধবিরতির পরপরই গানজাতে আর্মেনিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১৩ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। এর মধ্যে চারজন নারী ও তিনজন শিশু রয়েছে। এ ছাড়া হামলায় আহত হয়েছেন ৫০ জন। এরপরই দুই দেশের মধ্যে তুমুল লড়াই শুরু হয়।  

কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত। তবে ওই অঞ্চলটি জাতিগত আর্মেনীয়রা ১৯৯০’র দশক থেকে নিয়ন্ত্রণ করছে। ওই দশকেই আর্মেনিয়া ও আজারবাইজানের সঙ্গে যুদ্ধে ৩০ হাজারের বেশি মানুষ নিহত হয়।   

news24bd.tv কামরুল