ভারতের তৈরি কোভাক্সিন তৃতীয় ধাপের ট্রায়ালের অনুমতি

ভারতের তৈরি কোভাক্সিন তৃতীয় ধাপের ট্রায়ালের অনুমতি

অনলাইন ডেস্ক

ভারত বায়োটেকের তৈরি করোনা ভাইরাসের টিকা কোভাক্সিন তৃতীয় ধাপের ট্রায়ালের অনুমতি পেয়েছে। বৃহস্পতিবার এই অনুমতি দেয় ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া  ‘ডিসিজিআই’।

চলতি মাসের ২ তারিখ হায়দরাবাদভিত্তিক টিক উৎপাদনকারী প্রতিষ্ঠান ভারত বায়োটেক ডিসিজিআই’র কাছে তৃতীয় ধাপের ট্রায়ালের অনুমতি চেয়ে আবেদন করে।


আরও পড়ুন: আমরা যেন কখনও অন্য ধর্মের উপাস্যকে গালাগালি না করি


সেখানে তারা উল্লেখ করে তৃতীয় ধাপের ট্রায়ালে ১০টি রাজ্যের ১৯টি এলাকার ১৮ বয়সোর্ধ্ব ২৮ হাজার স্বেচ্ছাসেবকের শরীরে এই টিকা প্রয়োগ করা হবে।

 

যেখানে তারা প্রথম ও দ্বিতীয় ধাপে পাওয়া সাফল্যের বিষয়টি উল্লেখ করে। সেগুলো পর্যালোচনা করে অবশেষে তৃতীয় ধাপের ট্রায়ালের জন্য অনুমতি দিলো ডিসিজিআই।

কোভাক্সিনের পাশাপাশি ভারত বায়োটে এর আরো একটি টিকা নিয়ে কাজ করছে। এই টিকার দ্বিতীয় ধাপের ট্রায়াল চলছে।

news24bd.tv কামরুল

সম্পর্কিত খবর