বাফুফে ফুটবল একাডেমির কার্যক্রম আবারও শুরু

মাহফুজুল ইসলাম

করোনা বাস্তবতায় বন্ধ থাকা বাফুফে ফুটবল একাডেমির কার‌্যক্রম আবারো শুরু করতে যাচ্ছে বাফুফে। ফেডারেশন কর্তাদের নিয়ে ফোর্টিজ স্পোর্টস গ্রাউন্ড পরিদর্শন করেছেন কাজী সালাউদ্দিন। তিনটি বয়সভিত্তিক দল নিয়ে কাজ শুরুর পরিকল্পনা বাফুফের্ তবে, দীর্ঘমেয়াদী পরিকল্পনায় না গিয়ে আপাতত মধ্য ও স্বল্পমেয়াদী পরিকল্পনায় হাঁটবে বাফুফে।

ফোর্টিস স্পোর্টস গ্রাউন্ড পরিদর্শনে হাজির কাজী সালাউদ্দিন।

সঙ্গে নতুন কমিটির নির্বাচিত সহ সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির দায়িত্ব পাওয়া আতাউর রহমান মানিকে ও টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি। উদ্দেশ্য বন্ধ থাকা বাফুফের আবাসিক ট্রেনিক ক্যাম্পটি পুনরায় চালু।


 আরও পড়ুন: মাঠে ঠকছেন কৃষক বাজারে ভোক্তারা


দীর্ঘদিনের চাওয়া ফুটবল একাডেমি পায়নি পূর্ণঙ্গতা। গেল বছর ফোর্টিস গ্রুপের সঙ্গে পার্টনারশিপে ট্রেনিং সেন্টার চালু হলেও পরে তা নানান বাস্তবতায় বন্ধ থাকে।

পরে করোনা বাস্তবতায় এটির ভবিষ্যত নিয়ে ছিলো শঙ্কা। তবে আবারো সেটি চালু হবার পথে। নিজেদের নানান পরিকল্পনার কথা জানান সংশ্লিষ্টরা।

এদিকে, দেশে একটি পূর্ণাঙ্গ ফুটবল স্টেডিয়াম নির্মানে সরকারের কাছে সহায়তা চাইবেন বলে জানান কাজী সালাউদ্দিন।

news24bd.tv কামরুল