সুশাসন প্রতিষ্ঠায় রফিক-উল হকের অবদান অনস্বীকার্য: প্রধান বিচারপতি

ফাইল ছবি: ব্যারিস্টার রফিক উল হক (বায়ে), প্রধান বিচারপতি

সুশাসন প্রতিষ্ঠায় রফিক-উল হকের অবদান অনস্বীকার্য: প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক

সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল রফিক-উল হকের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

এক শোকবাণীতে তিনি বলেন, রফিক-উল হক একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলেন। আইনের শাসন এবং সুশাসন প্রতিষ্ঠায় তার অবদান অনস্বীকার্য।

প্রধান বিচারপতি বলেন, এই প্রথিতযশা আইনজীবী অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে গেছেন।

তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।  


আরও পড়ুন: রফিক উল-হক ছিলেন বঙ্গবন্ধুর আইনজীবী


উল্লেখ্য, আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে রফিক-উল হক রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। বার্ধক্যজনিত নানা সমস্যায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন রফিক-উল হক।

news24bd.tv নাজিম