ব্যারিস্টার রফিক-উল হকের তৃতীয় জানাজা সম্পন্ন

ব্যারিস্টার রফিক-উল হকের তৃতীয় জানাজা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হকের তৃতীয় নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে তার দীর্ঘদিনের কর্মস্থল সুপ্রিম কোর্টে জানাজাটি অনুষ্ঠিত হয়। তাকে বনানীতে সমাহিত করা হবে।

জানাজায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মাহবুব আলী, সুপ্রিম কোর্টর আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনসহ ঢাকা ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আইনজীবীরা অংশ নেন।

 

এর আগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে তার মরদেহ এখানে আনা হয়।  


আরও পড়ুন: মানবিক মূল্যবোধে অটল এক নক্ষত্র ব্যারিস্টার রফিক-উল হক


সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাবেক এই অ্যাটর্নি জেনারেলের বয়স হয়েছিল ৮৫ বছর।

ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন শোক প্রকাশ করেছেন।

news24bd.tv নাজিম