স্ত্রীর পাশে চিরনিদ্রায় শায়িত ব্যারিস্টার রফিক-উল হক

ছবি: ব্যারিস্টার রফিক-উল হক

স্ত্রীর পাশে চিরনিদ্রায় শায়িত ব্যারিস্টার রফিক-উল হক

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বনানী কবরস্থানে স্ত্রী ডা. ফরিদা হকের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হক।

শনিবার (২৪ অক্টোবর) দুপুর তিনটায় তাকে দাফন করা হয়। দাফন করা হয়।  

প্রবীণ এই আইনজীবীর তিনটি জানাজা অনুষ্ঠিত হয়।

তার প্রতিষ্ঠিত আদ-দ্বীন হাসপাতালে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ১০টার দিকে। এরপর নিজের প্রিয় আবাস রাজধানীর পুরানা পল্টনের ৪৭/১ নম্বরের ‘সুবর্ণ’তে নেওয়া হয় ব্যারিস্টার রফিক-উল হকের মরদেহ। এসময় তার নিকটজনেরা কান্নায় ভেঙে পড়েন।

পরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তার মরদেহ নিয়ে যাওয়া হয়।

সেখানে বাদ জোহর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান।

সেখান থেকে মরদেহটি তার দীর্ঘদিনের কর্মস্থল সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হয়। সেখানে তৃতীয় জানাজাটি অনুষ্ঠিত হয়।


 আরও পড়ুন: গাবতলীর দুর্ভোগ কমাতে নির্মাণ হচ্ছে ৮ লেনের নতুন সেতু (ভিডিও)


সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাবেক এই অ্যাটর্নি জেনারেলের বয়স হয়েছিল ৮৫ বছর।

ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন শোক প্রকাশ করেছেন।

ব্যারিস্টার রফিক-উল হকের তৃতীয় জানাজা সম্পন্ন

সুপ্রিম কোর্টে ব্যারিস্টার রফিক-উল হকের মরদেহ

ব্যারিস্টার রফিক-উল হকের দ্বিতীয় জানাজা সম্পন্ন

সুশাসন প্রতিষ্ঠায় রফিক-উল হকের অবদান অনস্বীকার্য: প্রধান বিচারপতি

ব্যারিস্টার রফিকের মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ আইনজীবীকে হারাল: রাষ্ট্রপতি

ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

তিনি স্মরণীয় হয়ে থাকবেন: আহমেদ আকবর সোবহান

মানবিক মূল্যবোধে অটল এক নক্ষত্র ব্যারিস্টার রফিক-উল হক

রফিক উল-হক ছিলেন বঙ্গবন্ধুর আইনজীবী

ব্যারিস্টার রফিক-উল হক আর নেই

news24bd.tv নাজিম