দ্বিতীয় সর্বোচ্চ আলু উৎপাদনকারী জেলা বগুড়াতেও বীজ সংকটের আশঙ্কা

বগুড়া প্রতিনিধি

দেশের দ্বিতীয় সর্বোচ্চ আলু উৎপাদনকারী জেলা বগুড়ায় এবার বীজ সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। কৃষকদের দাবি, আলুর বাড়তি দাম ঠেকানোর পাশাপাশি বাজারে সরবরাহ ঠিক রাখতে হিমাগারগুলোতে নিয়মিত অভিযান করছে ভ্রাম্যমাণ আদালত।  

রোপনের আলুও বিক্রির জন্য চাপ দিচ্ছেন তারা। ফলে বীজ আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন অধিকাংশ কৃষক।

তবে যদিও অভিযোগ অস্বীকার করছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  হিসেব মতে বগুড়ায় এ মৌসুমে বীজ আলুর প্রয়োজন ৮৬ হাজার মেট্রিক টন। কিন্তু কৃষি বিপণন অধিদপ্তর বলছে, হিমাগারে মজুদ আছে মাত্র ৬৫ হাজার মেট্রিক টন।

কৃষকদের অভিযোগ, অতিরিক্ত মজুদ না থাকলেও বাজারে আলুর সরবরাহ বাড়াতে নিয়মিত অভিযান করছেন ভ্রাম্যমাণ আদালত।

রোপনের আলুও বিক্রির জন্য চাপ দেওয়া হচ্ছে। ফলে বীজ আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। এতে বড় ধরনের বীজ সংকটে পড়তে হবে তাদেরকে।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন হিমাগারের মালিকরাও।

তবে, হিমাগার থেকে কৃষকদের বীজ আলু বের করার কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলে জানান জেলা প্রশাসনের কর্মকর্তারা।

এ বছর উৎপাদন কম হওয়ায় হিমাগারে আলুর মজুদ কম। একই সাথে বন্যায় অন্যান্য সবজির উৎপাদন অনেক কম হওয়ায় আলুর চাহিদা বেড়েছে বলেও জানান সংশ্লিষ্টরা।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর