বার্সাকে ৩-১ গোলে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ

বার্সাকে ৩-১ গোলে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ

অনলাইন ডেস্ক

নতুন মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকো। মুখোমুখি স্পেনের সেরা দুই ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। উত্তেজনায় ঠাসা এই ম্যাচে শুরু থেকেই আলো ছড়ায় দুই দল। অবশ্য প্রথমার্ধ শেষে অমীমাংসিত থাকে ম্যাচ।

কিন্তু শেষ পর্যন্ত স্বাগতিক বার্সেলোনাকে ১-৩ গোলে উড়িয়ে দিয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

ম্যাচের ৫ মিনিটের মাথায় গোল খেয়ে শেষ পর্যন্ত আর দাঁড়াতে পারিনি বার্সা।

শনিবার রাত ৮ টায় শুরু হওয়া ম্যাচের ৫ মিনিটে এগিয়ে যায় রিয়াল। করিম বেনজেমার পাস থেকে বল পেয়ে দারুণ এক প্লেসিং শটে গোল করেন রিয়াল মাদ্রিদের ফেডেরিকো ভালভার্দে।

অবশ্য এই ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। অল্প কিছুক্ষণের মধ্যে গোলটি শোধ করে বার্সেলোনা।   

ম্যাচের ৮ মিনিটে জর্দি আলবার ক্রস থেকে বল পেয়ে রিয়াল গোলরক্ষকে পরাস্ত করেন বার্সার তরুণ স্ট্রাইকার আনসু ফাতি। বিরতির আগ পর্যন্ত এই ব্যবধান ধরে রাখে দুই দল।

আক্রমণ-পাল্ট আক্রমণে ৬৩ মিনিটে রিয়ালকে পেনাল্টি থেকে এগিয়ে দেন রামোস।

খেলার শেষ মুহূর্তে অর্থাৎ ৯০ মিনিটে জয়ের ব্যবধান বাড়ান লুকা মডরিক। শেষ পর্যন্ত ১-৩ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

এর আগে বার্সা কোচ কোম্যান বলেন, ‘ছেলেরা নিজেদের লক্ষ্যে পৌঁছাতে কী পারিমাণ ক্ষুধার্ত, তা তারা দেখিয়েছে। মাদ্রিদের বিপক্ষে ম্যাচ এর চেয়েও বেশি কিছু। আমরা প্রতি সপ্তাহেই ম্যাচ জিততে চাই। ’

তরুণদের সম্পর্কে কোম্যান বলেন, ‘তরুণ খেলোয়াড়রা দলের সঙ্গে মানিয়ে নিয়েছে। একটি শক্তিশালী দল তৈরি হয়েছে। যেখানে প্রত্যেকেরই খেলার যোগ্যতা রয়েছে। অনুশীলনে দারুণ আবহাওয়া তৈরি হয়েছে। আমাদের সব ঠিক আছে, শুধু খেলোয়াড়দের ফিটনেসের আরো উন্নতি করতে হবে। ’

একই সঙ্গে অধিনায়ক লিওনেল মেসির ওপর আস্থা রাখছেন কোচ। তিনি বলেন, ‘সে (মেসি) সব সময় সেরা। মেসি আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং বহু বছর ধরে নিজেকে প্রমাণ করেছে সে। আমি আশা করি, সে এই মৌসুমে পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে পারবে। ’

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর