নিজেকেই নিজে ভোট দিলেন ট্রাম্প

নিজেকেই নিজে ভোট দিলেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক

মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনের আর মাত্র কদিন বাকী। এরইমধ্যে নিজের আগাম ভোটটি দিয়ে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ফ্লোরিডায় ওয়েস্ট পাম বিচের কাছে একটি পাঠাগারে আগাম ভোট দেন ট্রাম্প।  

গত বছরের সেপ্টেম্বরে ট্রাম্প তার স্থায়ী ঠিকানা ও ভোটার নিবন্ধন পরিবর্তন করে নিউইয়র্ক থেকে ফ্লোরিডায় নিয়ে এসেছিলেন।

হোয়াইট হাউসে ফেরার টিকেট পেতে হলে ট্রাম্পকে কথিত ব্যাটলগ্রাউন্ড বা ‘দোদুল্যমান’ রাজ্য- ফ্লোরিডায় অবশ্যই জয় পেতে হবে।

আগাম ভোট দিয়ে বেরিয়ে এসে ট্রাম্প বলেন, আমি যাঁকে ভোট দিলাম তিনি ট্রাম্প।  

৩ নভেম্বরের নির্বাচনের আগে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৫ কোটি ৪২ লাখ নাগরিক আগাম ভোট দিয়ে দিয়েছে। ফ্লোরিডায় ভোট দেওয়ার পর ট্রাম্প দোদুল্যমান রাজ্যের তালিকায় থাকা নর্থ ক্যারোলাইনা, ওহাইও ও উইসকনসিনে প্রচারণা চালাতে যান।

এসব রাজ্যে তিনটি জনসভায় যোগ দিবেন তিনি।


আরও পড়ুন: সিরিয়ায় মার্কিন ড্রোন হামলা, নিহত ১


অন্যদিকে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন আরেক ব্যাটেল গ্রাউন্ড পেনসেলভেইনিয়ায় দুটি প্রচারণায় অংশ নেন। একদিনে ফ্লোরিডায় জো বাইডেনের পক্ষে প্রচারণায় অংশ নেন সাবেক ডেমোক্রেট প্রেসিডেন্ট বারাক ওবামা। জাতীয় পর্যায়ের জরিপগুলোতে দেখা গেছে, বাইডেন ট্রাম্পের চেয়ে এখনো ৮ পয়েন্ট এগিয়ে রয়েছেন।

news24bd.tv আহমেদ