দ্বিতীয় দফার করোনায় আবারো শঙ্কায় প্রবাসিরা

দ্বিতীয় দফার করোনায় আবারো শঙ্কায় প্রবাসিরা

অনলাইন ডেস্ক

করোনাভাইরাসের দ্বিতীয় দফার প্রকোপে আবারো সংকটময় দিন পার করছে ইতালি। দিন দিনই দেশটিতে বাড়ছে ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা।

এ পরিস্থিতিতে আবারো আসতে পারে দুই সপ্তায়ের লক ডাউন। ইতালিতে করোনার প্রকোপ বৃদ্ধিতে দারুণ শংকায় রয়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসি বাংলাদেশিরাও।

প্রবাসিদের মধ্যে অনেকেই ভাইরাসটিতে আক্রান্ত হচ্ছেন। ব্যবসায়ীদের অবস্থাও নাজুক।


আরও পড়ুন: দালালের খপ্পরে নিঃস্ব হাজারো বাংলাদেশি ঘুরছে বিদেশের বনে জঙ্গলে (ভিডিও)


এই পরিস্থিতিতে পুনরায় লক ডাউন হলে কঠিন সমস্যায় পরতে হবে প্রবাসীদের। এদিকে, ইতালির রোম, মিলান, নাপোলিসহ বেশ কয়েকটি শহরে গত শুক্রবার থেকে রাত বারোটা থেকে সকাল পাঁচটা পর্যন্ত  কারফিউ চলছে।

 

আর নাপোলি শহরে ধর্মঘটকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দারা আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা করেছে। ভাঙচুর করেছে রাস্তায় থাকা অনেক যানবাহন। এসব ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

news24bd.tv আহমেদ