ট্রাম্প ভোট দেয়ার সময় পাশে ছিলেন না স্ত্রী মেলানিয়া

ট্রাম্প ভোট দেয়ার সময় পাশে ছিলেন না স্ত্রী মেলানিয়া

অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনের আর মাত্র কদিন বাকি। এরইমধ্যে নিজের আগাম ভোটটি দিয়ে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ফ্লোরিডায় ওয়েস্ট পাম বিচের কাছে একটি পাঠাগারে আগাম ভোট দেন ট্রাম্প।  

শনিবার সকালে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ এলাকায় আগাম ভোট দেন তিনি।

এ সময় স্ত্রী মেলানিয়াকে ট্রাম্পের পাশে দেখা যায়নি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদন থেকে এ খবর জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, এ নির্বাচনে বর্তমান ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ভোট দেবেন ৩ নভেম্বর। ওইদিন দেশজুড়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

  

এদিকে, ভোট দেয়ার পর ট্রাম্প প্রকাশ্যে জানিয়ে দেন, ‘ডোনাল্ড ট্রাম্প নামের একজনকে ভোট দিয়েছি। ’ 


আরও পড়ুন: ক্যামেরুনে বিদ্যালয়ে বন্দুকধারীদের হামলায় ৬ শিশু নিহত


৩ নভেম্বরের নির্বাচনের আগে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৫ কোটি ৪২ লাখ নাগরিক আগাম ভোট দিয়ে দিয়েছেন। ফ্লোরিডায় ভোট দেওয়ার পর ট্রাম্প দোদুল্যমান রাজ্যের তালিকায় থাকা নর্থ ক্যারোলাইনা, ওহাইও ও উইসকনসিনে প্রচারণা চালাতে যান। এসব রাজ্যে তিনটি জনসভায় যোগ দিবেন তিনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ৩ নভেম্বর হলেও মাসখানেক আগে থেকে আগাম ভোট শুরু হয়।   ভোট পাঠানো যায় ডাকযোগেও।   করোনাভাইরাসের প্রকোপের মধ্যে ভোটের দিনের ভিড় এড়াতে অনেকেই এই সুযোগ নিচ্ছেন।  

news24bd.tv নাজিম