যশোরে কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

যশোরে কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

যশোর প্রতিনিধি:

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকার বুড়িভৈরব নদ থেকে গোলাম মোস্তফা (৫৫)  নামে এক কাঠ ব্যবসায়ীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বেলা ১২টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ ধারণা করছে পাওনা টাকা নিয়ে এ হত্যার ঘটনা ঘটতে পারে। নিহত গোলাম মোস্তফা যশোর সদরের বাগডাঙ্গা সরদারপাড়ার পাচু মণ্ডলের ছেলে।

 


আরও পড়ুন: মোংলা বন্দরে বিদেশি জাহাজের দ্বিতীয় প্রকৌশলীর মৃত্যু


নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, গতকাল বিকেলে বাড়ি থেকে বের হন গোলাম মোস্তাফা। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। আজ রোববার সকালে কৃষকরা বুড়ি ভৈরব নদে মুলা পরিস্কার করতে গিয়ে তার মরদেহ দেখতে পায়।

পরে খবর পেয়ে পুলিশ নিহতের গলাকাটা মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।  

স্থানীয়রা জানান, গোলাম মোস্তাফা এলাকায় ভালো মানুষ হিসেবে পরিচিত। এ হত্যার সাথে জড়িতদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

পুলিশ সুপার মোহাম্মাদ আশরাফ হোসেন জানান, তার সাথে অনেকের ব্যবসায়ীক লেনদেন ছিল। পাওনা টাকা নিয়ে এ হত্যার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের ধরতে অভিযান চলছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

news24bd.tv কামরুল