কার্ডিয়াক এরেস্টে ডা. জাহিদুর না ফেরার দেশে

কার্ডিয়াক এরেস্টে ডা. জাহিদুর না ফেরার দেশে

অনলাইন ডেস্ক

সিমুডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ডা. জাহিদুর রশিদ সুমন ডেঙ্গু হিমোরেজিক ফিভার থেকে কার্ডিয়াক এরেস্টে আক্রান্ত হয়ে মারা গেছেন।

রোববার সকাল সাড়ে সাতটায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা যায়, ডা. জাহিদুর রশিদ সুমন ডেঙ্গু হিমোরেজিক ফিভার থেকে কার্ডিয়াক এরেস্টে আক্রান্ত হন। এরপর আজ রোববার সকালে তিনি মারা যান।

ডা. জাহিদুর রশিদ সুমন ইয়ুথ ক্লাব অব বাংলাদেশের উপদেষ্টা হিসেবেও কর্মরত ছিলেন।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর